Tuesday, July 28, 2015

হতে চান একজন হ্যাকার? তা হলে পর্ব গুলা অবশ্যই দেখুন!! {আর নিজেকে তৈরি করেন একজন হ্যাকার হিসাবে} (পর্ব ৪)

আমরা সবাই হ্যাকিং জিনিষ টার উপর একটু বেশি ইন্টারেস্ট?আর আমি আপনাদের চেষ্টা করব ১০ পর্বের মাধ্যমে কিছু টা হলে হ্যাকিং শিখানোর! আর আমি কোন বড় মাপের হ্যাকার নই কিংবা হ্যাকিং সম্পর্কে বেশি কিছু জানিও না!যা জানি তা আপনাদের কে বুঝনোর চেষ্টা করব (আমার মত করে)আর এটা শুদু মাত্র নতুন যারা হ্যাকিং জগত শুরু করতে চায় তাদের জন্য ! তাই অভিজ্ঞ ভাইয়েরা ভুল ধরিয়ে দিবেন?
আমরা ১ম ও ২য় , পর্বে আলোচনা করেছিলাম যে হ্যাকিং কি, হ্যাকার কারা,হ্যাকার কয় ধরনের? এবং হ্যাকার হতে আমাদের কী কী লাগবে!
এবং ৩য় পর্বে আমরা জেনেছিলাম হ্যাকার দের জন্য কয়েকটা ফোরাম, হ্যাকিং রিসোর্স! এবং কয়েকটা মুভি দিয়েছিলাম আশা করি অনেক এ দেখেছেন? আর দেখে অনেক কিছু শিখছেন?

আজকের পর্বে  থাকছে আমদের আইপি নিয়ে আলোচনা! চেষ্টা করব আইপি এড্রেস সম্পর্কে বিস্তারিত বলার!

ip
কারন আপুনি যে কোন সাইট হ্যাক করতে চান যদি? তা হলে প্রথম আপনাকে ওই সাইট এর আইপি এড্রেস জানতে হবে! আবার আইপি হচ্ছে আপনার এক কথায় টিকানা! ধরেন, আপুনি একটা ওয়েবসাইট হ্যাক করলেন? কিন্তু আপুনি আপনার আইপি চেঞ্জ করলেন না, এই আইপি চেঞ্জ না করার ফলে পুলিশ আপনার আইপি দেখে আপনাকে সনাক্ত করে ফেলবে! আর তারপর তো কেল্লা ফতে!!!!!! 😮  😆  :roll: এবার বুঝেন আইপি আমদের কথটা জরুরি? 😈

শুরু করছি মহান আল্লাহ্‌ তায়লার নাম নিয়ে ৪র্থ পর্বঃ

প্রথম আমাদের জানতে হবে আইপি এড্রেস কী?

আইপি এড্রেস কি?
আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী অর্থ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় একটি ঠিকানা। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন। 😥

এবার আপনার আইপি এড্রেস দেখবেন কি ভাবে?


my ip ?
প্রতম আপনার কম্পিউটার থকে START>RUN এ ক্লিক করুন (SHORTCUT APPS+R)। তারপর খালি ঘড়ে CMD চাপুন
CMD লিখুন
তারপর এন্টার চাপুন এবং কম্যান্ড সেখানে লিখুন netstat -n এবং এন্টার চাপুন।
কমান্ড এরিয়া দেখতে পাবেন
তারপর একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস। না বুজলে নিচের পিক টা দেখেন
লোকাল এড্রেসের

২য় নিওমঃ

প্রথম আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://www.whatismyip.com একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন
আপনার আইপি

এতকন   জানলাম আমরা আমদের আই পি এড্রেস! !! !! !! !

:mrgreen:  😆  : এখন জানতে হবে আমদের অন্যের আইপি এড্রেস? তা হলে আসুন জানি অন্যের আইপি এড্রেস!

  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitename
  • এন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে।

২য় পদ্ধতিঃ

প্রতম এই http://www.who.is ওয়েবসাইট এ ডুকেন তারপর আপনার টার্গেট এর ওয়েবসাইট এর নাম দিন আমি দিলাম BDNEWS
তারপর ENTER চাপুন !
সব দেখতে পাবেন
এবং আপুনি সব দেখতে  পারবেন!
এখন কি ভাবে আমরা আইপি চেঞ্জ করব? তা আর আমায় বলা লাগবে না আপুনি এই টিউন আহসান উল্লাহ্‌ ভাই এর

মাত্র ৩০ সেকেন্ড এ নিজের IP পরিবর্তন করুন কোনো রকম সফটওয়ার ছাড়াই (সংশোধিত)

দেখতে পারেন । আশা করি বুজতে পারবেন!

আমাদের একজন সফল হ্যকার হতে হলে অব্যশই এই আইপি এড্রেস সম্পর্কে গভীর ভাবে জানতে হবে। কারন মনে করেন আপনি করিম এর বাড়ি যাবেন , কিন্তু আপুনি করিম এর বাড়ি কোথায় জানেন না? কিন্তু করিম এর বাড়ি আপনাকে যেতে হলে অবশ্যই তার বাড়ির টিকানা জানতে হবে/ আর যে কোন ওয়েবসাইট এর টিকনা হচ্ছে এই আইপি!! তাই আমদের ওয়েবসাইট হ্যাক করতে আইপি এড্রেস জানা অবশ্যক। তাই এগুলা ভাল ভাবে পড়ে শিখে রাখুন। 😮

কিছু পরামর্শঃ

পর্যায় ক্রমে সবগুলো টিউটোরিয়াল খুব ভালোভাবে অধ্যায়ন করতে হবে। নিজে নিজে এগুলো অনুশিলনের চেষ্টা করতে হবে। কথনই নিজে অরক্ষিত থেকে হ্যাকিং চেষ্টা চালাবেন না। মনে রাখবেন কিছু কিছু টিউটোরিয়াল হবে অনৈতিক তাই সেগুলোর যেকোন দায়ভার আমি  বহন করব না।

আপনার লক্ষ যদি হয় ১০ কিলোমিটার আপুনি লক্ষ টিক করুন ১০ মিটার আর এই ১০ মিটার আস্তে আস্তে করেন দেখবেন কখন ১০০মিটার হয়ে গেছে বুঝতে পারবেন না !টিক তেমন আপুনি যদি প্রথম যদি মনে করেন আপনি হ্যাক করে ফেলবেন ফেসবুক!!! তা হলে আপুনি ঘোড়ার ডিম হ্যাক করবেন!!

আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে এবং প্রাথমিক ভাবে !!

দেখবেন আপনি একদিন বড় হবেন (নিশ্চিত) :-P

 বেশি কিছু বলে ফেললে ক্ষমা করবেন। 
  :mrgreen:

কোন সমস্যা হলে আমায় পাবেন ফেইসবুক এ

No comments:

Post a Comment