আজকের আপনাদের সামনে আবারও হাজির হলাম।আশা করি সবাই ভালো আছেন।পোষ্টের শুরুতে আমার সালাম নিবেন আস্সালামুআলাইকুম।আজকে আপানের জন্য একটা ট্রিকস নিয়ে এসেছি
নিজের একটা ওয়েব সাইট কে না চায়। কিন্তু সমস্যা হলো . com;.net ইত্যাদি সাইটের জন্য টাকা লাগে।তাই অনেকে এগিয়ে আসেন না।আর যারা এগোন তারা ও বেশি দূর যেতে পারে না। যদিও একটা সাইট নেয়া যায় পরে প্রতি বছর তার ফি দেয়া ও কঠিন হয়ে পরে তাছাড়া হোস্টিং এর জামেলা তো আছেই।
তাই আপনাদের কিছু ফ্রি ডোমেইন নেম সহ হোস্টিং সার্ভার সম্পর্কে ধারনা দিবো আসা করি কাজে লাগবে।তো শুরু করা যাক:
১. cz.cc: ফ্রি ডমিন এর ভিতর cz.cc বেশ নামি দামি। এরা ২ বছরের জন্য মোট ৪টি ফ্রি ডমিন দেয়। তার মানে cz.cc রেজিস্ট্রেশন করে ২ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যেতে পারেন। cz.cc সুবিধা গুলো নিম্নে দেওয়া হল।
• এক একাউন্টে থেকে আপনি ৪ টা ডমিন নিতেপারবেন ২ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• প্রথম ২ বছরের পর রিনিউ করতে মাত্র ৩ ডলার লাগবে।
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।
২. co.cc: আমার দেখা ফ্রি ডমিন গুলোর ভিতর co.cc আনেক ভাল। co.cc তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ১ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। co.cc যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ২ টা ডমিন নিতেপারবেন ১ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record এর সুবিধা রয়েছে।
• প্রথম বছরের পর রিনিউ করতে মাত্র ৩ ডলার লাগবে। (যদি ব্যাক্তিগত ব্যবহারের জন্য ডমিন নেন তাহলে রিনিউ ফি লাগবে না)
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।
• co.cc ডমিন কে ইচ্ছে করলে এডসেন্স-এ পার্কিং করতে পারবেন।
• ডমিন সেটাপের সকল গাইড-ও রয়েছে।
৩. co.tv: এরাও ফ্রি ডমিন জগতে বেশ নামি দামি। co.tv ১ বছরের জন্য ফ্রি ডমিন দেয়। co.tv তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ১ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। co.tv যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ৩ টা ডমিন নিতেপারবেন ১ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• প্রথম বছরের পর রিনিউ করতে মাত্র ৩+ ডলার লাগবে। (যদি ব্যাক্তিগত ব্যবহারের জন্য ডমিন নেন তাহলে রিনিউ ফি লাগবে না)
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।
• co.tv ডমিন কে ইচ্ছে করলে এডসেন্স-এ পার্কিং করতে পারবেন।
• যারা এফিলিয়েশন করেন তাদের জন্য এই ডমিনটা বেশ কাজের।
৪. cc.cc: এরাও বেশ নামি দামি সাইট। cc.cc ১ বছরের জন্য ফ্রি ডমিন দেয়। cc.cc তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ১ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। cc.cc যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ৩ টা ডমিন নিতেপারবেন ১ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• প্রথম বছরের পর রিনিউ করতে মাত্র ৩+ ডলার লাগবে।
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।
• cc.cc ডমিন কে ইচ্ছে করলে এডসেন্স-এ পার্কিং করতে পারবেন।
• cc.cc ডমিন আর একটা সুবিধা আছে আর তা হল- এটা গুগলের এপস্ সাপোর্ট করে।
৫. ka.hn: এরা ফ্রি ডমিন জগতে নতুন। কিন্তু বেশ ভাল। ka.hn ২ বছরের জন্য মোট ৫টি ফ্রি ডমিন দেয়। ka.hn তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ২ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। ka.hn যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ৫ টা ডমিন নিতেপারবেন ২ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• বছর শেষ হয়ে যাবার পর রিনিউ করতে মাত্র ৩+ ডলার লাগবে।
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকামও করতে পারবেন।
এই পাচঁটির ব্যবহার বেশি এছাড়াও আরো কিছু সাইট আছে।এগুলোর সংক্ষিপ্ত তথ্য দেয়া হল:
১.tk:বর্তমানে বেশ জনপ্রিয়।dot.tk তে গিয়ে সহজে রেজিস্টার করা যায়।সাবডোমেইন সার্পটেড।
২.co.vu:১বছরের হোস্টিং ও ডোমেইন নেম পাওয়া যায়।ওর্য়াডপ্রেস সার্পটেড।
৩.freedomainfactory.com:এখান থেকে আপনি . com/.net/.info/.org সহ বেশ কিছু ডোমেইন নিতে পারবেন এর জন্য আপনাকে পয়েন্ট জোগার করতে হবে।৫০ পয়েন্ট দিয়ে ডোমেইন নিতে হয়।১০ পয়েন্ট বোনাস থাকে বাকি ৪০ পয়েন্ট রেফারেল এর মাধ্যমে জোগার করতে হয়।
৪.freenom:.tk/.ga/.gq এই ডোমেন গুলোতে এখান থেকে সহজে রেজিস্টার করতে পারবেন।এক কথায় সর্টকাট আর কি।
আশা করি পোস্টটি সকলের উপকারে এসবে।
সমস্যা হলে জানাবেন।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আজ এ পর্যন্তই।
আমাদের সাথে থাকবেন।পথচলার সাহস জোগাতে আপনাদের সমর্থন একান্ত কাম্য।সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।
No comments:
Post a Comment