সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! ইদ তো চলে গেল! এখন সবাই সবার কাজ কর্মের উদেশ্য রওয়ানা হচ্ছে বা হবে! শুরু হচ্ছে সবার ব্যাস্ততা! আর যারা আমার মত স্টুডেন্ট তারা হয়ত তাদের স্কুল কলেজ ভার্সিটির জন্য পড়ালেখা স্টার্ট করে ফেলেছে যাই হক প্রতেকের প্রতেক কাজের জন্য শুভ কামনা।
আজকে কি নিয়ে টিউন করব তা শিরোনাম দেখে হয়ত বুজে গেছেন? আজকের টিউনটা হচ্ছে ANDRIOD এর সেরা ৫ ওয়াই ফাই হ্যাকিং সফটওায়ার!
! বর্তমানে পৃথিবীর সব চেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যাবহিত অপারেটিং সিস্টেম।
আমি এই টিউনে শুদু সফট্বায়ার গুলার নাম এবং ডাউনলোড লিংক দিব! এবং কোন সময় এই গুলা না ও কাজ করতে পারে এর জন্য আমাকে দায়ী করতে পারবেন না।
WIFAI কী?
ইউ এস ফেডারেল কমিউনিকেশন কমিশন কর্তৃক রেডিও বর্ণালির কিছু ব্যান্ড উন্মুক্ত করার মাধ্যমে ওয়াই ফাই প্রযুক্তির যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে।[৩] ১৯৯১ সালে এন সি আর কর্পোরেশন/এ টি এন্ড টি নিউওয়েজিন, নরওয়েতে ওয়াই ফাই/৮০২.১১ এর পূর্ব লক্ষণ আবিষ্কার করেন। প্রাথমিকভাবে আবিষ্কারক কোষাধ্যক্ষ-ব্যবস্থার জন্য এই প্রযুক্তি আবিষ্কার করেন। তাদের প্রথম প্রযুক্তি দ্রব্য হল ওয়েভ ল্যান যার তথ্য স্থানান্তর ক্ষমতা ছিল ১ মেগা বিট/সেকেন্ড এবং ২ মেগা বিট/সেকেন্ড। ভিক হেয়েস প্রাথমিক ৮০২.১১বি এবং ৮০২.১১এ আদর্শ নকশাকারীদের মধ্যে একজন, তিনি ওয়াই ফাই এর জনক নামে পরিচিত এবং তিনি ১০ বসর আই ই ই ই ৮০২.১১ এর প্রধান ছিলেন।
১৯৯২ সালে কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অরগানাইজেশন (সি এস আই আর ও) তারহীন তথ্য স্থানান্তরের জন্য কৃতিত্ব লাভ করে অস্ট্রেলিয়াতে। ১৯৯৬ সালে একই বিষয়ে ইউ এস এ তারা কৃতিত্ব লাভ করে। ওয়াই ফাই ওই কৃতিত্বর গাণিতিক সূত্রসমূহ ব্যবহার করে। ২০০৯ সালের এপ্রিলে,ইন্টেল,মাইক্রোসফট, এইচপি, ডেল সহ ১৪ টি প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান এই কৃতিস্বত্ব ব্যবহার করার জন্য সি এস আই আর ও কে ২৫০ মিলিয়ন ইউ এস ডলার প্রদান করতে সম্মত হয়। [৪][৫]
ব্যবহার
ইন্টারনেটে প্রবেশ
ছাদে স্থাপিত ওয়াই ফাই এন্টেন
ইন্টারনেটে সংযুক্ত নেটওয়ার্কের সীমানার মধ্যে থাকলে একটি ওয়াই ফাই ডিভাইস যেমন ব্যক্তিগত কম্পিউটার, ভিডিও গেম কনসোল, মোবাইল ফোন, এম পি থ্রী প্লেয়ার বা পিডিএ সহজেই ইন্টেরনেটে সংযুক্ত হতে পারে। পরস্পর সংযুক্ত ইন্টারনেটে প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে “হটস্পট” বলে। একটি হটস্পট কয়েকটি কক্ষ নিয়ে হতে পারে বা কয়েক মাইল বিস্তৃত হতে পারে। বিস্তৃত এলাকায় এর লভ্যতা নির্ভর করে প্রবেশ বিন্দু গুলোর উপর যাদের সীমা পরস্পরকে অতিক্রম করে। ওয়াই ফাই প্রযুক্তি তারহীন মেশ নেটওয়ার্কে ব্যবহৃত হয়। লন্ডনে এরুপ নেটওয়ার্ক আছে।[৬]
বাসা ও অফিসের সাথে সাথে ওয়াই ফাই বিভিন্ন হটস্পটে সাধারণ জনগনকে ইন্টারনেটে প্রবেশ করতে দিতে পারে। এই প্রবেশ বিনামূল্যে হতে পারে বা কোন বাণিজ্যিক সুবিধার কারণে হতে পারে। যেমন অনেক সপিং মল তাদের ক্রেতাদের বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দিয়ে থাকে। এটা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য করা হয়ে থাকে। ২০০৮ সালে ৩০০ এর বেশি মেট্রোপলিটন-বিস্তৃত ওয়াই ফাই (মিউনি ওয়াই ফাই) প্রকল্প চালু হয়েছে।[৭] ২০১০ সালের ভিতরচেক প্রজাতন্ত্রে ১১৫০ টি ওয়াই ফাই ভিত্তিক ইন্টারনেট সুবিধা প্রদানকারী বা আই এস পি গড়ে উঠেছে।[৮][৯]
শহর-বিস্তৃত ওয়াই ফাই
২০০০ সালের গোড়ার দিকে অনেক শহর শহর-বিস্তৃত ওয়াই ফাই নেটওয়ার্ক তৈরীর নকশা করলেও অধিকাংশই ব্যর্থ হয়ে যায়। খুব কম শহর সাফল্য লাভ করে। যেমন ২০০৫ সালে ক্যালিফোর্নিয়ার সানভ্যালি ইউ এস এর মধ্যে প্রথম শহর-বিস্তৃত বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দিতে সমর্থ হয়। [১০]
২০১০ সালের মে মাসে লন্ডনের মেয়র বরিস জনসন ২০১২ সালের মধ্যে লন্ডন-বিস্তৃত ওয়াই ফাই প্রদানের প্রতিজ্ঞা করেন। [১১] তবে ইতোমধ্যে লন্ডন ও ইলিংটন শহরে বর্ধিত বাইরের ওয়াই ফাই সুবিধা আছে। [১২]
প্রাঙ্গন-বিস্তৃত ওয়াই ফাই
১৯৯৪ সালে যখন ওয়াই ফাই ব্রান্ডিং শুরু হয় নি তখন কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় তাদের পিটসবার্গ প্রাঙ্গনে তারহীন ইন্টারনেট নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। [১৩] অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গন ওয়াই ফাই সুবিধা দিয়ে থাকে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র বা টি এস সি তে বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা দেয়া হয়।
তথ্য সুত্রঃ- উইকপেডিয়া
এখন পরিচিত হবে সেরা৫ সফটওায়ার সম্পর্কে-
১। Wifi Hacker Prank –
ওয়াই ফাই হ্যাকিং এর অন্যতম জনপ্রিয় software Wifi Hacker Prank । Wifi Hacker Prank – এটা দিয়ে অনেক সময় ওয়াইফাই হ্যাক সমভব।
ওয়াই ফাই হ্যাকিং এর আরেকটি সফটওায়ার Hack Wifi Password ।
৩য়। WiFi Master Key
এটার ব্যবহার নিজে দেখুন
আরেকটি জনপ্রিয় সফটওায়ার। আমার আকছে খুভ ভাল লাগে (কিন্তু অনেক সময় কাজ করে না)
এটা ও আমার কাছে অনেক ভাল লাগে! ডাউনলোড করে রাখতে পারেন
এছাড়া, আরো শত শত সফটওায়ার রয়েছে এবং আমি আবার ও বলতেছি অনেক সময় এই গুলা কাজ করে না আবার কোন কোন সময় কাজ করে। তাই কাজ না করলে আমার কিছু করার নাই ! আমি রেংক এবং বিভিন্ন রিভিও থেকে সংগ্রহ করেছি।
আর কিছু জানতে চাইলে ফেসবুকে আমায় পাবেন।
For more purebd.blogspot.com
No comments:
Post a Comment