এই ব্লগটিকে সাজানো হয়েছে আপনাদের জন্য, যে বিষয়গুলো আপনার জন্য প্রয়োজন। প্রয়োজনে আমি কপি পেস্টের কাজ করেছি , অনুবাদ করেছি কিন্তু সঠিকভবে ক্রেডিট দিয়েছি। অন্যের লেখাকে নিজের বলে চালানোকে আমি সমর্থন করি না। ভালো থাকবেন সবাই। কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পাশেই আছি আপনার।
অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে
Wednesday, July 29, 2015
SQLMap একটি ওপেন সোর্স Penetration Testing টুল ।
ব্যাকট্রাক এবং ব্যাকবক্স অপারেটিং সিস্টেম এ এটি দেয়াই থাকে । এই অপারেটিং সিস্টেম ছাড়াও অন্য ওস এ এটি চালাতে পারবেন তবে তা ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে হবে ।
ডাউনলোড করার জন্য Synaptic manager download –করে নিতে হবে , এরপর
এই ফাইলটি – Download করে extract করুন ।
ANDROID এর জন্য সেরা ৫ WIFI হ্যাকিং SOFTWARE। ডাউনলোড করে রেখে দিন , হয়ত কোন এক দিন কাজে লাগবে
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন! ইদ তো চলে গেল! এখন সবাই সবার কাজ কর্মের উদেশ্য রওয়ানা হচ্ছে বা হবে! শুরু হচ্ছে সবার ব্যাস্ততা! আর যারা আমার মত স্টুডেন্ট তারা হয়ত তাদের স্কুল কলেজ ভার্সিটির জন্য পড়ালেখা স্টার্ট করে ফেলেছে যাই হক প্রতেকের প্রতেক কাজের জন্য শুভ কামনা।
Tuesday, July 28, 2015
নিয়ে নিন Free Domain
আজকের আপনাদের সামনে আবারও হাজির হলাম।আশা করি সবাই ভালো আছেন।পোষ্টের শুরুতে আমার সালাম নিবেন আস্সালামুআলাইকুম।আজকে আপানের জন্য একটা ট্রিকস নিয়ে এসেছি
হতে চান একজন হ্যাকার? তা হলে পর্ব গুলা অবশ্যই দেখুন!! {আর নিজেকে তৈরি করেন একজন হ্যাকার হিসাবে} (পর্ব ০৬)
৬ষট পর্ব শুরু করার আগে কিছু কথাঃ
আমরা সবাই হ্যাকিং জিনিষ টার উপর একটু বেশি ইন্টারেস্ট?আর আমি আপনাদের চেষ্টা করব ১০ পর্বের মাধ্যমে কিছু টা হলে হ্যাকিং শিখানোর! আর আমি কোন বড় মাপের হ্যাকার নই কিংবা হ্যাকিং সম্পর্কে বেশি কিছু জানিও না!যা জানি তা আপনাদের কে বুঝনোর চেষ্টা করব (আমার মত করে)আর এটা শুদু মাত্র নতুন যারা হ্যাকিং জগত শুরু করতে চায় তাদের জন্য ! তাই অভিজ্ঞ ভাইয়েরা ভুল ধরিয়ে দিবেন?
Subscribe to:
Posts (Atom)